The Daily Adin Logo

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাপার ৩

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৬:২৯ পিএম

আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ০৬:২৯ পিএম

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাপার ৩

মনোনয়ন যুদ্ধের লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে গেলেন জাতীয় পার্টির (জাপা) আরও তিন প্রার্থী। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) করা আপিল শুনানি শেষে তারা নিজেদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একইদিনে কমিশনের শুনানিতে দলটির আরও দুই প্রার্থীর আবেদন নামঞ্জুর করেছে ইসি।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত তৃতীয় দিনের আপিল শুনানি শেষে এই তথ্য নিশ্চিত করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। 

ইসির সিদ্ধান্তে প্রার্থিতা ফিরে পেয়েছেন— টাঙ্গাইল-৬ আসনের মো. মামুনুর রহিম, জামালপুর-১ আসনের একেএম ফজলুল হক এবং সাতক্ষীরা-৪ আসনে মো. আব্দুর রশিদ। 

অন্যদিকে, কমিশন থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে সুনামগঞ্জ-৫ আসনের মো. জাহাঙ্গীর আলম এবং মানিকগঞ্জ-২ আসনের এস এম আবদুল মান্নানের আবেদন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমাদের পাঁচটি আপিলের মধ্যে ৩টি মঞ্জুর হয়েছে। আর দুটি নামঞ্জুর করেছে কমিশন। আমরা ওই দুটির জন্য উচ্চ আদালতে যাব।’

তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত সর্বমোট ২৫টি আপিল করেছি। এর মধ্যে ২১টি আপিল মঞ্জুর হয়েছে, তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাকি চারজন উচ্চ আদালতে রিট করার প্রস্তুতি নিচ্ছেন।’

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়। এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়ন বাতিল করেন।

গত ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে এবং তা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। 

রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।  

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.