The Daily Adin Logo

আজ মাস্টারদা সূর্য সেনের ৯২তম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম

আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম

আজ মাস্টারদা সূর্য সেনের ৯২তম মৃত্যুবার্ষিকী

মাস্টারদার সূর্য সেন

ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ৯২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি মধ্যরাতে চট্টগ্রাম কারাগারে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে ব্রিটিশ সরকার। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন আপসহীন ও অদম্য এক বিপ্লবী।

মাস্টারদার পুরো নাম সূর্য কুমার সেন। তিনি জন্মগ্রহণ করেন ১৮৯৪ সালের ২২ মার্চ, চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায়, এক দরিদ্র পরিবারে। তার বাবা রাজমনি সেন ও মা শশী বালা সেন। সাধারণ পরিবারে জন্ম হলেও অসাধারণ সাহস ও দেশপ্রেমে তিনি হয়ে ওঠেন ইতিহাসের অবিস্মরণীয় চরিত্র।

১৯১৮ সালে শিক্ষাজীবন শেষ করে সূর্য সেন চট্টগ্রামে ফিরে গোপন বিপ্লবী রাজনীতিতে যুক্ত হন। চট্টগ্রামের যে বিপ্লবী দলটি স্বতন্ত্র পরিচয় বজায় রেখে কংগ্রেসের প্রকাশ্য আন্দোলনের পাশাপাশি কলকাতার যুগান্তর দলের সঙ্গে সহযোগিতা করত, সেই দলের সাংগঠনিক সভাপতি ছিলেন তিনি। অসহযোগ আন্দোলনের সময় স্থানীয় জনগণের সহযোগিতায় তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বিপ্লবী কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে।

১৯২৪ সালের ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের নোয়াপাড়ায় একটি অস্ত্র লুটের ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশের নজর এড়াতে মাস্টারদা কলকাতার শোভাবাজারে আশ্রয় নেন। ওই সময় তিনি দক্ষিণেশ্বরে বোমা তৈরির প্রশিক্ষণ গ্রহণ করেন। তবে আত্মগোপন দীর্ঘস্থায়ী হয়নি। ১৯২৬ সালের ৮ অক্টোবর কলকাতার আমহার্স্ট স্ট্রিটের একটি মেস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে দায়ের করা হয় বহুল আলোচিত ‘মুরারিপুকুর ষড়যন্ত্র মামলা’।

বিপ্লবী আন্দোলনের ইতিহাসে এক অনন্য অধ্যায় রচিত হয় ১৯৩০ সালের ১৮ এপ্রিল। ওই দিন আনুমানিক রাত ১০টার দিকে ৬৫ জন যোদ্ধা নিয়ে মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম পুলিশ লাইন আক্রমণ করেন এবং অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করেন। এই ঘটনার পর সূর্য সেনসহ ছয়জন শীর্ষ বিপ্লবীকে ধরতে ব্রিটিশ সরকার ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ১৯৩৩ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের ক্ষীরোদপ্রভা বিশ্বাসের বাড়িতে একটি গোপন বৈঠক চলাকালে পুলিশ ও সেনাবাহিনী বাড়িটি ঘিরে ফেলে। বৈঠকে উপস্থিত কল্পনা দত্ত, শান্তি চক্রবর্তী, মণি দত্ত ও সুশীল দাসগুপ্ত পালাতে সক্ষম হলেও রাত প্রায় ২টার দিকে অস্ত্রসহ সূর্য সেন ও ব্রজেন সেন গ্রেপ্তার হন। গ্রেপ্তার হবার খবরে আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছিল “চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন সম্পর্কে ফেরারী সূর্য সেনকে গত রাতে পটিয়া হইতে ৫ মাইল দূরে গৈরলা নামক স্থানে গ্রেপ্তার করা হইয়াছে।

গ্রেপ্তারের পর সূর্য সেনের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোডের ১২১ ও ১২১এ ধারায় স্পেশাল ট্রাইব্যুনালে বিচার শুরু হয়। ১৯৩৩ সালের ১৪ আগস্ট রায় ঘোষণা করে ব্রিটিশ সরকার। শেষ পর্যন্ত ১৯৩৪ সালের ১২ জানুয়ারি মধ্যরাতে চট্টগ্রাম কারাগারে ফাঁসিতে ঝুলিয়েতা মাস্টরদার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ।

মৃত্যুর মধ্য দিয়েও মাস্টারদা সূর্য সেন হয়ে ওঠেন অমর ,স্বাধীনতার ইতিহাসে তিনি এক চিরন্তন প্রেরণার নাম।

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.