The Daily Adin Logo

আইসিসির স্বীকারোক্তি, বাংলাদেশের শঙ্কা সত্য

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম

আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম

আইসিসির স্বীকারোক্তি, বাংলাদেশের শঙ্কা সত্য

নিরাপত্তা ঝুঁকির কারণে আইপিএলে সুযোগ পাওয়া মোস্তাফিজুর রহমানকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

ভারত আইপিএলে মোস্তাফিজকেই নিরাপত্তা দিতে ব্যর্থ হলে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক এবং দর্শকদের নিরাপত্তা দেওয়া নিয়ে প্রশ্ন এসে যায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বিষয়ে তাদের শক্ত অবস্থান জানিয়ে দুইবার আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও স্পষ্ট জানিয়েছে, ভারতে বাংলাদেশ দলের ক্রিকেটার, দর্শক-সমর্থকদের নিরাপত্তা শঙ্কা বেশি। এই পরিস্থিতিতে বিবেচনায় কোনোভাবেই ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশের খেলা সম্ভব নয়।

‘আইসিসি সিকিউরিটি’ টিমের পক্ষ থেকে বিসিবির কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। যেখানে ভারতের মাটিতে খেলতে গেলে বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট তিনটি নিরাপত্তাঝুঁকির কথা বলা হয়েছে। 

আইসিসি বিশ্বকাপে ভারতের মাটিতে নিরাপত্তাঝুঁকির কথা স্বীকার করে নেওয়ার পর ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্যই প্রমাণ করে যে বর্তমানে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো কোনো পরিস্থিতি নেই। আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল তৈরি করা বা সমর্থকদের জার্সি পরতে বাধা দেওয়া— এমন উদ্ভট ও অবাস্তব প্রত্যাশা হতে পারে না।’

তিনি জানিয়ে দিয়েছেন, এ পরিস্থিতিতে কোনোভাবেই ভারতে গিয়ে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলা সম্ভব নয়।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.