The Daily Adin Logo

নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন তিন চেয়ারম্যান

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৯:২১ এএম

আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ এএম

নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন তিন চেয়ারম্যান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন নীলফামারীর সাবেক তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

রবিবার (১১জানুয়ারী) রাত নয়টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর আহবায়ক ও নীলফামারী-০২ আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে বিএনপি যোগ দেন তারা।

যোগদানকারী তিন সাবেক জনপ্রতিনিধি হলেন সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের আসাফুদদৌলা খোকন, কুন্দপুকুর ইউনিয়নের শাহজাহান আলী চৌধুরী ও চড়াইখোলা ইউনিয়নের মোশাররফ হোসেন বসুনিয়া মানিক।

আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগ দিয়ে শাহজাহান আলী চৌধুরী বলেন, বিএনপির মত একটি বড় দলে যোগদান করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর তার প্রতি মানুষের যে আস্থা ভালোবাসা সেটি অহংকার করার মত। আমি সেই দলে যোগ দিয়েছি।

আগামীকাল থেকে আমি আমার ইউনিয়নের প্রতিটি এলাকায় গিয়ে ধানের শীষে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানানো।
এ্যাব’র আহবায়ক ও নীলফামারী-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, আমি তৃণমুলে গিয়ে মানুষের যে অভুতপুর্ব সাড়া পেয়েছি এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বলেন, একজন এমপি শুধু দলের নয় সব মানুষের। সবাই মিলে নীলফামারীকে এগিয়ে নিয়ে যেতে চাই।
পরে যোগদানকারী তিন সাবেক চেয়ারম্যানকে মিষ্টিমুখ করান প্রকৌশলী তুহিন।

জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ ও মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

 

 

কাওছার/এদিন

 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.