The Daily Adin Logo

মামুনুল হক ও নাহিদ ইসলামের বৈঠক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম

আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

মামুনুল হক ও নাহিদ ইসলামের বৈঠক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঘন্টাব্যাপী বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১২ জানুয়ারি) বিকালে মামুনুল হকের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বার্তায় এনসিপি এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে । 

বার্তায় জানানো হয়েছে, বৈঠকে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে আগামী নির্বাচন, গণভোট এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলি নিয়ে।

আরেকটি পৃথক বার্তায় খেলাফত মজলিস জানিয়েছে, ঘন্টাব্যাপী চলমান বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন মামুনুল হক ও নাহিদ ইসলাম। 

বিশেষ করে চলমান ১১ দলীয় সমঝোতার কৌশল নির্ধারণ, পারস্পরিক বোঝাপড়া জোরদার করা এবং সমন্বিত রাজনৈতিক উদ্যোগের আরও বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে।

বৈঠকে গুরুত্ব পেয়েছে জাতীয় স্বার্থ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনআকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে একীভূত রাজনৈতিক অবস্থান গড়ে তোলা এবং গণভোটে  ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.