The Daily Adin Logo

যে কারণে বিএন‌পির জোটে গণঅধিকার প‌রিষদ

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম

আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

যে কারণে বিএন‌পির জোটে গণঅধিকার প‌রিষদ

গণঅধিকার প‌রিষ‌দের সভাপ‌তি নুরুল হক নুর ব‌লে‌ছেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়, স্বাাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, ভিনদেশি আধিপত্যবাদ থেকে দেশকে  মুক্ত করার লক্ষ্যে তারেক রহমান বিদেশে নির্বাসিত থেকেও আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করায় আমরা তাকে  বিএনপির নেতৃত্বে রেখে আন্দোলন করেছিলাম। সে সময় তিনি ঘোষণা দিয়েছিলেন আন্দোলনে মিত্রদের সঙ্গে নিয়ে নির্বাচন করবেন এবং একটি জাতীয় সরকার গঠন করবেন। ৩১ দফা শুধু বিএন‌পির একার নয়, যুগপৎ আন্দোলন সব দ‌লের সম‌র্থিত এক‌টি দ‌লিল, যার ম‌ধ্যে জুলাই সন‌দের অধিকাংশ কথা আছে। 


তাই আমরা ভে‌বে-চি‌ন্তে সিদ্বান্ত নি‌য়ে‌ছি,  আগামী‌তে বিএন‌পির নেতৃ‌ত্বে রাষ্ট্রক্ষমতায় যে‌তে হ‌বে এবং যুগপৎ আন্দোনকারী সব দ‌লকে নি‌য়ে জাতীয় সরকার গঠন হ‌বে।

পটুয়াখালীর দশ‌মিনা উপ‌জেলা বিএন‌পির সহসভাপ‌তি আ. হাই পঞ্চা‌য়ে‌তের সভাপ‌তি‌ত্বে হাইস্কুল মা‌ঠে অনু‌ষ্ঠিত সা‌বেক চেয়ারপারসন মরহুম বেগম খা‌লেদা জিয়ার রু‌হের মাগ‌ফিরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনু‌ষ্ঠা‌নে প্রধান অতি‌থির বক্ত‌ব্যে তি‌নি এ কথা ব‌লেন।


উপ‌জেলা বিএন‌পি কর্তৃক আ‌য়ো‌জিত স্মরণ সভায় উপ‌জেলা বিএন‌পি ও কেন্দ্রীয় ছাত্রদল, যুবদল, কেন্দ্রীয় গণ‌ফোরাম ও গণঅ‌ধিকার প‌রিষদ নেতারা বক্তব‌্য রা‌খেন। 
অনুষ্ঠা‌নে উপ‌জেলার বি‌ভিন্ন ইউনিয়‌নের গণঅধিকার ও বিএন‌পি এবং অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মী  ছি‌লেন। 


অনুষ্ঠানে বক্তারা ব‌লেন, তা‌রেক রহমা‌নের ম‌নোনীত প্রার্থী ভি‌পি নুরুল হক নু‌রের প‌ক্ষে আগামী নির্বাচ‌নে ভোট দি‌য়ে বিজয়ী ক‌রে সংস‌দে পাঠা‌নোর দাবি জানান।

 

 

কাওছার/ন্যাশনাল/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.