সোমবার (৫ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে নাসুম আহমেদের ঘূর্ণিতে ১৪.২ ওভারে মাত্র ৬১ রানে অলআউট নোয়াখালী এক্সপ্রেস। জবাবে ৮.৪ ওভারে, ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে সিলেট টাইটানস।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। নাসুম আহমেদের ঘূর্ণিই সামলাতে পারেননি নোয়াখালীর ব্যাটাররা। তিনি ৪ ওভার বল করে মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট তুলে নেন। এটাই তার বিপিএলের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার এবং সেই সঙ্গে বিপিএলে যেকোনো স্পিনারের সেরা বোলিং ফিগারও এটি।
নোয়াখালীর হয়ে সর্বোচ্চ ২৫ রানের ইনিংসটি খেলেন উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। ১৮ রান যোগ করেন ওপেনার হাবিবুর রহমান সোহান। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
এতে চারজন ব্যাটার ০ রানে ও দুইজন মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন।
নির্ধারিত ৬২ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সিলেট। ওপেনার পারভেজ হোসেন ইমন ৫ বল খেলে মাত্র ১ রান করে আউট হন। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৫৩ রান। তৌফিক খান ১৮ বলে ৭ চারে আউট হন ৩২ রানে। পরের উইকেটে আফিফ হোসেন তার ইনিংসটি দীর্ঘ করতে পারেননি, তিনি মাত্র ২ রান করে আউট হন। জাকির হাসান যখন সাজঘরে ফেরেন তখন তিনি স্কোর বোর্ডে যোগ করেন ২৪ রান।
পঞ্চম উইকেটে মঈন আলী ১ রানে ও আজমতউল্লাহ ওমরজাই ০ রানে অপরাজিত থেকে সিলেটের জয় নিশ্চিত করেন।
৬ ম্যাচে এ নিয়ে তৃতীয় জয় পেল সিলেট, নোয়াখালী ৪ ম্যাচের কোনোটিতেই জয় পায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









