মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হলেও তাঁকে ঠিকই লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পিএসএলের অফিশিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানানো হয়েছে।
সেখানে ফিজের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে…এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।’
আইপিএলের মতো পাকিস্তানের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল ২৬ মার্চ শুরু হয়ে এই আসর শেষ হবে আগামী ৩ মে। এর আগে ২০১৮ সালে মোস্তাফিজ পিএসএল খেলেছেন মাত্র একবার। তিনি লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে খেলে ৪ উইকেট নিয়েছিলেন। ৭ বছর পর মোস্তাফিজ এবার পিএসএল খেলতে যাচ্ছেন।

এখনো মোস্তাফিজের দল নিশ্চিত না হলেও প্লেয়ার্স ড্রাফট থেকে মোস্তাফিজ যে দল পাবেন, সেটা মোটামুটি নিশ্চিতই। প্লেয়ার্স ড্রাফটের তারিখ এখনো ঠিক হয়নি। টুর্নামেন্টের এগারোতম ও সবচেয়ে বড় আসর হিসেবে এবার প্রথমবার পিএসএল হতে যাচ্ছে ৮ দলের।
গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স।
এবারের আইপিএল নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কাড়াকাড়ি করে কেনে কলকাতা। আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার ছিলেন তিনি। তবে এই মৌসুমেই তাঁর খেলা হচ্ছে না।
বিশ্ব ক্রিকেটে ফিজের যে চাহিদা তাতে লাভবান হলো পিএসএল। দুনিয়ার অন্যতম সেরা বোলারকে পেল ফ্র্যাঞ্চাইজি লিগটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









