The Daily Adin Logo
ক্রীড়ালোক
ক্রীড়ালোক ডেস্ক

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

আপডেট: বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

আইয়েন্দেকে স্থায়ী করছে ইন্টার মায়ামি

আইয়েন্দেকে স্থায়ী করছে ইন্টার মায়ামি

প্লে-অফে রেকর্ড গড়া তাদেও আইয়েন্দেকে পাকাপাকিভাবে দলে নেওয়ার কাজ প্রায় শেষ করেছে ইন্টার মায়ামি। ক্রীড়া বিষয়ক গণমাধ্যম দ্য অ্যাথলেটিক এ তথ্য জানিয়েছে।

মায়ামির প্রথম লিগ শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল আর্জেন্টাইন এই উইঙ্গারের। গত ডিসেম্বরে এমএলএস কাপের ফাইনালে ভ্যানকুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে ৩–১ গোলের জয়ে জালের দেখা পান আইয়েন্দে।

দ্য অ্যাথলেটিক–এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহেই আইয়েন্দের নতুন চুক্তিতে সই হওয়ার কথা। ২৬ বছর বয়সী এই ফুটবলার গত মৌসুমে মায়ামির হয়ে নিয়মিত লিগে ৩৫ ম্যাচে ১১ গোল করেন, যার মধ্যে ২৬ ম্যাচেই ছিলেন শুরুর একাদশে।

এর আগে ২০২৩–২৪ ও ২০২৪–২৫ মৌসুমে স্প্যানিশ ক্লাব সেল্তা ভিগোর হয়ে লা লিগায় ১১ ম্যাচ খেলেন আইয়েন্দে। সেখান থেকে গত বছরের জানুয়ারিতে ধারে ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি।

নিয়মিত মৌসুমের পর প্লে-অফেই নিজেকে নতুন করে তুলে ধরেন আইয়েন্দে। প্লে-অফে ৯ গোল করে এমএলএস ইতিহাসে এক প্লে-অফে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন তিনি। এই পারফরম্যান্সই তাকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর পথে নিয়ে গেছে

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.