The Daily Adin Logo
ক্রীড়ালোক
ক্রীড়ালোক ডেস্ক

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

আপডেট: বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

উসমানের বিদায় রাঙিয়ে দিল অস্ট্রেলিয়া

উসমানের বিদায় রাঙিয়ে দিল অস্ট্রেলিয়া

উসমান খাজার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের বিদায়ী টেস্ট রাঙিয়ে দিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিডনি টেস্টে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া খাজাকে স্মরণীয় জয় উপহার দিয়েছে। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ম্যাচের পঞ্চম দিনে অসাধারণ জয় তুলে নেয় অসি খেলুয়াড়েরা। এই ম্যাচে জয় দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললের উসমান খাজা। তিনি বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ১৭ ও দ্বিতীয় ইনিংসে ৬ রান করেন। খাজা তার ক্যারিয়ারে ৮৮ টেস্ট খেলে ১৬ সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে প্রায় ৪৩ গড়ে ৬২২৯ রান করেছেন।

অস্ট্রেলিয়া এই জয়ের মধ্য দিয়ে অ্যাশেজ সিরিজ ৪-১ ব্যবধানে শেষ করলো। অ্যাডিলেডে অ্যাশেজ নিশ্চিতের পর অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টে মেলবোর্নে হেরেছিল। সফরে ইংল্যান্ডের একমাত্র জয় ছিল সেটিই। শেষ ম্যাচে অসিরা আবার দাপট দেখিয়ে ম্যাচ জিতে নিল।

৫ম দিনের খেলায় ৮ উইকেটে ৩০২ রান নিয়ে দিন শুরু করেছিল ইংল্যান্ড। প্রথম ঘণ্টা ব্যাটিং করে ৪০ রানের বেশি যোগ করতে পারেননি অতিথিরা। সেঞ্চুরি পাওয়া বেথেল ১৫৪ রানে থামেন স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। তিনি ৩৮৪ মিনিট ক্রিজে কাটিয়ে ১৫টি চার মারেন। এছাড়া ম্যাথু পটস ১৮ রানে অপরাজিত থাকেন এবং টং করেন ৬ রান।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে স্টার্ক ও ওয়েবস্টার ৩টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে বড় লিড পাওয়ায় অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬০ রানের লক্ষ্য পায়। ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ট্রেভিস হেড ২৯, জেক ওয়েদারল্ড ৩৪, লাবুশানে ৩৭ রান করেন। দ্বিতীয় ইনিংসে স্মিথের ব্যাট জ্বলে উঠতে পারেনি। অসি অধিনায়ক সাজঘরে ফেরেন ১২ রান করে।

পাঁচ  নম্বরে ব্যাট করতে  নামা উসমান খাজা ৬ রানে বোল্ড হন টংয়ের বলে। সাজঘরে ফেরার পথে পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে বিদায় জানান। করতালিতে ‍মুখরিত ছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ড। অ্যালেক্স ক্যারি ১৬ ও ক্যামেরন গ্রিন ২২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ৪২ রানে ৩ উইকেট নেন টং।

ম্যাচ সেরা নির্বাচিত হন ১৬৩ ও ২৯ রান করা হেড। ১৫৬ রান ও ৩১ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন মিচেল স্টার্ক।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.