The Daily Adin Logo
ক্রীড়ালোক
ক্রীড়ালোক ডেস্ক

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

আপডেট: বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

ক্লাবের মালিক হতে চান মেসি

ক্লাবের মালিক হতে চান মেসি

ফুটবল জাদুকর লিওনেল মেসির ক্যারিয়ার এখন শেষ পর্যায়ে। বুটজোড়া তুলে রাখার পর কী করবেন তিনি? ভক্তদের মনে এই প্রশ্ন দীর্ঘদিনের। অনেকেই তাকে ডাগআউটে কোচ হিসেবে দেখতে চান কিন্তু মেসির পরিকল্পনা ভিন্ন।

সম্প্রতি ‘লুজু টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে  আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা জানান কোচিংয়ের প্রতি  তার খুব একটা আগ্রহ নেই, অবসরের পর তিনি ফুটবলের সাথে যুক্ত থাকতে চান ক্লাব মালিক হিসেবে।

মেসি জানান তিনি একটি ক্লাব কিনতে চান এবং সেটিকে  একেবারে তলানি থেকে শীর্ষে তুলে আনবেন। তিনি চান, সেই ক্লাবে তরুণ ফুটবলাররা নিজেদের মেলে ধরার সুযোগ পাবে। অবসরের পর ফুটবলের সঙ্গে যুক্ত থাকার স্বপ্নের এই রূপই তার লক্ষ্য।

অবশ্য তিনি যে এখনই অবসর নিচ্ছেন না, তা নিশ্চিতভাবেই বলা যায়। কারণ কিছুদিন আগেই মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ নবায়ন করেছেন। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.