The Daily Adin Logo
ক্রীড়ালোক
ক্রীড়ালোক প্রতিবেদক

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

আপডেট: বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ

বাছাইপর্বের দল ঘোষণা, আছে নতুন মুখ

বাছাইপর্বের দল ঘোষণা, আছে নতুন মুখ

আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী দল ঘোষণা করেছে। নেপালে অনুষ্ঠেয় বাছাইপর্বে অংশ নিতে বাংলাদেশ দল ১২ জানুয়ারি ঢাকা ছাড়বে।

নিগার সুলতানার নেতৃত্বেই থাকছেন ১৫ সদস্যের বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। ১৮ জুন থেকে নেপালে শুরু হবে বাছাইপর্ব। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে আয়ারল্যান্ড, নামিবিয়া, পাপুয়া নিউগিনি ও যুক্তরাষ্ট্র। দুই গ্রুপের প্রথম পর্ব শেষে সুপার সিক্সে উঠবে তিনটি করে দল। সুপার সিক্সে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চার দল সুযোগ পাবে জুন–জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে।

বাংলাদেশ নারী দল সর্বশেষ টি–টোয়েন্টি খেলেছে ২০২৫ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে। সেই সফরে নারী দলে থাকা দুজন ক্রিকেটার লতা মণ্ডল ও তাজ নেহার নেই সদ্য ঘোষিত দলে। 

বাছাইপর্বের দলে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন ২০ বছর বয়সী উইকেটকিপার জুয়াইরিয়া ফেরদৌস। তিনি বাংলাদেশ অনূর্দ্ধ–১৯ নারী দলের হয়ে গত বছর বিশ্বকাপ খেলেছেন।

বাছাইপর্বের বাংলাদেশ নারী দল

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মণি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুলতানা খাতুন।

স্ট্যান্ডবাই

শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরীফা খাতুন, ফাতেমা জাহান ও হাবিবা ইসলাম।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.