The Daily Adin Logo
ক্রীড়ালোক

প্রকাশিত: শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

আপডেট: শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

সুপারকোপা ফাইনালে রিয়াল–বার্সা মহাযুদ্ধ

সুপারকোপা ফাইনালে রিয়াল–বার্সা মহাযুদ্ধ

ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত নৈপুণ্যে স্প্যানিশ সুপারকোপার সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে আরও একবার নিশ্চিত হয়েছে এল ক্লাসিকো ফাইনাল। যেখানে শিরোপার মঞ্চে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ।

সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। খেলার মাত্র দ্বিতীয় মিনিটেই বিধ্বংসী এক ফ্রি-কিকে গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন ভালভার্দে। তার ওই গোলেই ম্যাচের রাশ ধরে নেয় কার্লো আনচেলত্তির দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও ম্যাচের পার্থক্য গড়ে দেন উরুগুয়ান এই মিডফিল্ডার। নিখুঁত থ্রু পাসে রোদ্রিগোকে দিয়ে করান রিয়ালের দ্বিতীয় গোল। রাইট-ব্যাক পজিশনে খেলেও আক্রমণে ভালভার্দের প্রভাব ছিল চোখে পড়ার মতো।

তবে হাল ছাড়েনি দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো। ৫৮তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে ম্যাচে ফেরান আলেক্সান্ডার সরলথ। এরপর একাধিকবার সমতায় ফেরার সুযোগ তৈরি করলেও রিয়ালের গোলরক্ষক থিবু কোর্তোয়া হয়ে ওঠেন অদম্য প্রাচীর। আঁতোয়ান গ্রিয়েজমানের শক্তিশালী শট এবং শেষদিকে হুলিয়ান আলভারেজের প্রচেষ্টা ব্যর্থ করে দেন তিনি।

কম সুযোগ পেয়েও কার্যকর ফুটবল খেলেছে রিয়াল মাদ্রিদ। আটটি শটের মধ্যে দুইটিই গোল আদায় করে নেয় জাবি আলোনসোর শিষ্যরা, যা তাদের বাস্তববাদী ফুটবলের প্রতিচ্ছবি।

এই জয়ের মধ্য দিয়ে সুপারকোপা ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ বার্সেলোনা। স্প্যানিশ ফুটবলের দুই মহারথীর মধ্যে টানা চতুর্থ সুপারকোপা ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.