বিশ্ব টেনিসে নিজের আধিপত্য আরও একবার প্রমাণ করলেন এক নম্বর টেনিস তারকা অ্যারিনা সাবালেঙ্কা। ক্যারোলিনা মুচোভাকে ৬-৩ ও ৬-৪ সেটে সরাসরি হারিয়ে ব্রিসবেন ইন্টারন্যাশনাল নারী এককের ফাইনাল নিশ্চিত করেছেন বেলারুশিয়ান এই তারকা। বিশ্বের এক নম্বর টেনিস তারকা এবার শিরোপা জয়ের লড়াইয়ে মার্তা কোস্তিউকের মুখোমুখি হবেন।
সেমিফাইনাল জেতার মাধ্যমে টানা তৃতীয়বার ব্রিসবেন ইন্টারন্যাশনাল ফাইনালে উঠলেন এই টেনিস তারকা। চলতি মাসের ১৮ জানুয়ারি শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনের আগে প্রস্তুতিটাও দারুণ হলো তার। চার বছরে তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিততে মরিয়া সাবালেঙ্কা।
তিনি আগের তিন ম্যাচেই মুচোভার বিপক্ষে হেরেছিলেন। তবে এদিন কুইন্সল্যান্ড টেনিস সেন্টারে সাবালেঙ্কার শক্তিশালী শটের সামনে দাঁড়াতে পারেননি ফরাসি ওপেন ২০২৩-এর রানার্সআপ মুচোভা। কিছু ম্যাচ পয়েন্ট হাতছাড়া হলেও শেষ পর্যন্ত জয়ের মাধ্যমে ফাইনাল নিশ্চিত করেন তিনি।
ম্যাচ শেষে বিশ্বের এক নম্বর টেনিস তারকা বলেন, ‘আজ জিততে পেরে আমি খুবই খুশি। সে দুর্দান্ত খেলোয়াড়। ওর বিপক্ষে খেলাটা সব সময় উপভোগ করি।’
রোববার অনুষ্ঠিত ফাইনালে সাবালেঙ্কা মুখোমুখি হবেন ইউক্রেনের মার্তা কোস্তিউকের। সেমিফাইনালে তিনি যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৬-০, ৬-৩ ব্যবধানে হারান। কোস্তিউকের বিপক্ষে এখন পর্যন্ত কোনো সেট হারেননি সাবালেঙ্কা।
আগামী ১৮ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেনের মূল পর্ব এবং চলবে ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









