The Daily Adin Logo

মরুর বুকে এল ক্ল্যাসিকো

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম

আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম

মরুর বুকে এল ক্ল্যাসিকো

এবারের সুপার কাপের ফাইনাল বসছে মরুর দেশ সৌদি আরবে। কে পাচ্ছেন জয় এবারের এল ক্লাসিকোতে? 

বাংলাদেশ সময় আজ রাত ১টায় সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। মাঠে নামছে দুরন্ত ছন্দ থাকা বার্সেলোনা ও প্রতিশোধের নেশায় ফুঁসতে থাকা রিয়াল মাদ্রিদ। 

শেষ ম্যাচে বার্সা অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে এসেছে আর অন্য সেমিতে অ্যাতলেটিকো মাদ্রিদকে বেশ কষ্টে হারিয়েছে রিয়াল।

সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে বার্সেলোনার কাছে চারবার হেরেছিল রিয়াল মাদ্রিদ। যার একটি ছিল স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। গত বছরের ১৩ জানুয়ারি এই স্টেডিয়ামেই ৫-২ গোলে রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের ১৫তম শিরোপা জিতেছিল তারা। 

অবশ্য চলতি মৌসুমে প্রথম এল ক্ল্যাসিকোতে রিয়াল জিতেছে। তার পরও গত সুপার কাপের ফাইনালের যন্ত্রণা ভুলতে পারছে না তারা। তাই জয় ছাড়া কিছু ভাবছেন না রিয়াল।

রিয়াল গোলরক্ষক থিবু কর্তুয়া বলেছেন, ‘আমাদের জিততেই হবে। গত বছর তাদের বিপক্ষে দুটি ফাইনালে হেরেছি। এবার আমরা জিততে চাই, ঠিক তাদের মতো দাপট দেখিয়ে। আমরা প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষুধার্ত হয়ে আছি।’

এই প্রতিশোধের মানসিকতা থেকেই হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে ওঠার আগেই কিলিয়ান এমবাপ্পেকে উড়িয়ে সৌদি আরব এনেছে রিয়াল। গত বছরের শেষ দিনে ফরাসি তারকার বাঁ হাঁটু মচকে যাওয়ার খবর জানিয়ে রিয়াল থেকে বলা হয়েছিল, তার সেরে উঠতে তিন সপ্তাহের মতো লাগতে পারে। 

বৃহস্পতিবার মাদ্রিদ ডার্বিতে জিতলেও এমবাপ্পের অভাব বেশ ভালো মতোই টের পেয়েছে রিয়াল। তাই ফাইনালের আগে তাকে আনা হয়েছে। এরপরই খবর রটে যায় প্রয়োজনে ইনজেকশন দিয়ে হলেও মাঠে নামানো হবে চলতি মৌসুমে ২৯ গোল করা ফরাসি এ ফরোয়ার্ডকে। 

অবশ্য গতকাল সংবাদ সম্মেলনে রিয়াল বস জাবি আলোনসো বলেছেন, ‘এটি একটি সিদ্ধান্ত, যা আমাদের স্টাফ, খেলোয়াড় ও চিকিৎসকদের মধ্যে নিতে হবে। আমাদের ঝুঁকির মাত্রা দেখতে হবে। আমরা কোন মুহূর্তে আছি, কীসের জন্য খেলছি, তা বুঝতে হবে; তারপর সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমরা যখন সিদ্ধান্ত নিই, তখন যেন আত্মঘাতী না হই।’

বার্সা কোচ হ্যান্সি ফ্লিকও এমবাপ্পেকে গুরুত্বপূর্ণ মনে করছেন। তবে মরুতে আবার তারাই জিতবেন বলে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন এই জার্মান কোচ।

তিনি বলেন, ‘এই মুহূর্তে এমবাপ্পে বিশ্বসেরা স্ট্রাইকার, সে অনেক গোল করেছে। খেলাটা শুধু এমবাপ্পের বিপক্ষে নয়, রিয়ালের বিপক্ষে। আমরা সে অনুযায়ী প্রস্তুত হচ্ছি।’

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.