দীর্ঘ সাড়ে চার বছর পর ব্যাটসম্যানদের আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষ স্থান পুনরুদ্ধার করেছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বিরাট কোহলি। দুর্দান্ত ছন্দে থাকা এই তারকা ২০২১ সালের জুলাইয়ের পর প্রথমবার আইসিসি ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন।
দারুণ ফর্মে থাকা কোহলির ওয়ানডেতে সর্বশেষ ৫ ম্যাচে সর্বনিম্ন ইনিংস অপরাজিত ৬৫, সেঞ্চুরি আছে দুটি। সেই ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কারই কোহলি পেলেন র্যাঙ্কিংয়ে। ৩৭ বছর বয়সী কোহলি প্রথমবার ওয়ানডে ক্যারিয়ারের শীর্ষে উঠেছিলেন ২০১৩ সালের অক্টোবরে।
তিনি এবারসহ মোট ১১ বার শীর্ষে উঠেছেন। আজকের দিনসহ তিনি শীর্ষ স্থানে আছেন ৮২৫ দিন, ভারতীয়দের মধ্যে যা সর্বোচ্চ এবং সব মিলিয়ে দশম সর্বোচ্চ। সবচেয়ে বেশি দিন ওয়ানডে ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকার রেকর্ড ভিভ রিচার্ডস ছিলেন ২৩০৬ দিন।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে কোহলির ঘাড়েই নিশ্বাস ফেলছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। কোহলির রেটিং পয়েন্ট যেখানে ৭৮৫, মিচেলের ৭৮৪। ৭৭৫ রেটিং পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছেন কোহলির আরেক সতীর্থ রোহিত শর্মা।
তবে ওয়ানডেতে বোলারদের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন নেই। আফগানিস্তান তারকা বোলার রশিদ খান শীর্ষ স্থান ধরে রেখেছেন। এছাড়াও শীর্ষ পাঁচে আছেন যথাক্রমে জফরা আর্চার, কুলদীপ যাদব, মহীশ তিকশানা ও কেশব মহারাজ



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









