জানুয়ারির প্রথম চার দিনেই দেশে প্রবাসী আয় এসেছে ৪৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৬৫ লাখ ডলার রেমিট্যান্স, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি নির্দেশ করছে।
সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, চলতি জানুয়ারির ১ থেকে ৪ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৪৬ কোটি ৬০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২২ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ প্রায় দ্বিগুণ হয়েছে।
আরিফ হোসেন খান আরও জানান, শুধু ৪ জানুয়ারি এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০ কোটি ২০ লাখ মার্কিন ডলার। পাশাপাশি চলতি ২০২৫–২০২৬ অর্থবছরের জুলাই মাস থেকে ৪ জানুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৭৩ কোটি ১০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৩০ শতাংশ বেশি।
এদিকে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। এটি চলতি অর্থবছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে প্রাপ্ত প্রবাসী আয়ের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিশেষজ্ঞদের মতে, প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









