The Daily Adin Logo
প্রান্তলোক
ঝালকাঠি প্রতিনিধি

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

আপডেট: বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

কাঁঠালিয়ায় রহস্যজনক অগ্নিকান্ডে পুড়ে ছাই বসত ঘর

কাঁঠালিয়ায় রহস্যজনক অগ্নিকান্ডে পুড়ে ছাই বসত ঘর

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা শহরের হাওলাদার ট্রেডার্সের মালিক ব্যবসায়ী দেলোয়ার হোসেন হাওলাদারের বসতঘর রহস্যজনক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। 

আজ বুধবার (৭ জানুয়ারী) ভোর পাঁচটার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 
অগ্নিকান্ডে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীর দাবী। এতে ওই ব্যবসায়ীর মা রাহিমা বেগম (৫৫) আহত হয়েছে। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, ব্যবসায়ীক কারণে স্ত্রী সন্তান নিয়ে উপজেলা সদরে বাসা ভাড়া করে থাকেন। গ্রামের বাড়ীতে বৃদ্ধ পিতা আবদুল হাকিম ও মাতা রাহিমা বেগম দুজনেই থাকেন। বুধবার (৭ জানুয়ারী) ভোররাতে হঠাৎ পাকের ঘরের দিকে আগুন জ্বলতে দেখে ডাকচিৎকার দেয় বাড়ীর লোকজন। প্রথমে স্থানীয় লোকজন আগুনের নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস পৌছাবার পুর্বেই সম্পুর্ন ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় গৃহকর্তা আঃ হাকিম ও তার স্ত্রী রাহিমাকে বাড়ীর লোকজন উদ্ধার করে। 

ব্যবসায়ী দেলোয়ার হোসেন আরো জানান, মাত্র আধা ঘন্টায় এতো বড় দ্বিতল সেমি পাকার ঘরটি কিভাবে পুড়ে গেলো বুঝতে পারছিনা। অগ্নিকান্ডে তার ঘরের মধ্যে থাকা নগদ টাকা স্বর্নালংকার, জমির দলিল, ব্যাংকের চেক বই, পরিবারের সবার এনআইডি কার্ড এবং গাড়ীর (স্মার্ট) কাগজপত্র ধানচাল সহ পুরা বসতঘরটি পুড়ে গেছে। 

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

কাঁঠালিয়া থানার ওসি নাছের রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।      

 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.