সময়টির আলোচিত ও ব্যস্ত উপস্থাপিকা তমা রশিদ নতুন বছরে জানালেন এক আনন্দের খবর। উপস্থাপনার গণ্ডি পেরিয়ে এবার তিনি নাম লিখিয়েছেন আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায়। ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিতে যাচ্ছেন তিনি। আগামী এপ্রিল মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
তমা রশিদ জানান, দীর্ঘ যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছে। বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে সৌন্দর্য, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতার লড়াইয়ে অংশ নেবেন তিনি। বিষয়টি তাঁর জন্য যেমন গর্বের, তেমনি বড় দায়িত্ব বলেও মনে করছেন তমা।
নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন,অনেক দিন ধরেই আমি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র পাঠাচ্ছিলাম। অবশেষে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়াটা ভীষণ আনন্দের। আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করাটা আমার কাছে সম্মানের। তাই নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করছি।
তবে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার পেছনে কেবল ব্যক্তিগত অর্জনের ভাবনা নেই তমার। তিনি চান, এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে নারীর ক্ষমতায়ন ও আত্মমর্যাদার বার্তা তুলে ধরতে। তমার ভাষায়, বাংলাদেশের নারীরা প্রতিভাবান ও সক্ষম। কিন্তু সামাজিক নানা সীমাবদ্ধতার কারণে অনেক সময় তাদের যোগ্যতা পুরোপুরি প্রকাশ পায় না। আমি চাই, এই মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের নারীদের শক্তি, আত্মবিশ্বাস ও স্বাধীন চিন্তার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করতে।
তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, মূল্যবোধ এবং নারীর আত্মবিশ্বাস বিশ্বদরবারে তুলে ধরতে পারবেন।
ব্যস্ততা নিয়ে প্রশ্ন উঠলেও তমা জানান, তাঁর নিয়মিত পেশাগত কাজে কোনো ছেদ পড়বে না। পরিকল্পিতভাবে সময় ভাগ করে প্রস্তুতি নিচ্ছেন তিনি। 'ছক বেঁধে কাজ করছি। তাই উপস্থাপনার কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রতিযোগিতার প্রস্তুতিও সম্ভব হবে,'বলেন তিনি।
লক্ষ্য প্রসঙ্গে তমা রশিদ বলেন,সবাই চায় ক্রাউন জিততে। আমি বিজয়ী হই বা না হই, বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে ফিরতে চাই এই প্রত্যাশাই সবচেয়ে বড়।
উল্লেখ্য, তমা রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি কর্পোরেট ইভেন্ট, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত সঞ্চালনা করছেন। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় তাঁর এই যাত্রা দেশের দর্শকদের মধ্যেও তৈরি করেছে নতুন আশা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









