The Daily Adin Logo
চিত্রলোক
চিত্রলোক ডেস্ক

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

আপডেট: বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

মঞ্চে ‘সিদ্ধার্থ’ নিয়ে নওশাবা

মঞ্চে ‘সিদ্ধার্থ’ নিয়ে নওশাবা

নাটক, সিনেমা ও ওয়েব সিরিজ সব মাধ্যমেই সমানভাবে সক্রিয় অভিনেত্রী ও মডেল কাজী নওশাবা আহমেদ। তবে ব্যস্ততার মাঝেও মঞ্চনাটক থেকে নিজেকে দূরে রাখেননি তিনি। বরং মঞ্চকেই নিজের শিল্পীসত্তা গড়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে মনে করেন এই অভিনেত্রী। সেই টান থেকেই আবারও মঞ্চে ফিরছেন নওশাবা, জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত নাটক ‘সিদ্ধার্থ’ নিয়ে।

নাট্যদল আরশিনগর প্রযোজিত নাটকটি নতুনভাবে মঞ্চস্থ হতে যাচ্ছে আগামী ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে টানা তিন দিনে চারটি প্রদর্শনী হবে। নাটকটির নির্দেশনায় রয়েছেন রেজা আরিফ।

‘সিদ্ধার্থ’ মূলত মানুষের আত্মঅন্বেষণ, জীবনের অর্থ খোঁজা এবং মুক্তির পথ সন্ধানের গল্প। কাহিনির কেন্দ্রীয় চরিত্র ব্রাহ্মণকুমার সিদ্ধার্থ। 

আত্মজিজ্ঞাসার তাড়নায় তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস জীবন বেছে নেন। দীর্ঘ সাধনার পরও অন্তর্গত অস্থিরতা তাঁকে পিছু ছাড়ে না। গৌতম বুদ্ধের সান্নিধ্যেও তিনি নিজের সব প্রশ্নের উত্তর খুঁজে পান না। এরপর ভোগ, বিলাস ও প্রেমের মোহে নগরের পথে যাত্রা করেন সিদ্ধার্থ। জীবনের নানা অভিঘাতে ভেঙে পড়ে শেষ পর্যন্ত নদীর কাছে এসে তিনি উপলব্ধি করেন সব প্রশ্নের উত্তর প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে।

নাটকটি প্রসঙ্গে নওশাবা বলেন, সিদ্ধার্থ’ আমার কাছে অসাধারণ এক উপন্যাস। এটি আত্মোপলব্ধির গল্প। বহুবার পড়েছি এবং সবসময় মনে হয়েছে, এই গল্প মঞ্চে দেখা দরকার। অবশেষে সেটাই হচ্ছে, আর এই প্রযোজনার অংশ হতে পারা আমার জন্য সৌভাগ্যের।

মঞ্চনাটকের প্রতি নিজের ভালোবাসা ব্যাখ্যা করতে গিয়ে নওশাবা আরও বলেন, একজন শিল্পীর কাজ করার অনেক মাধ্যম আছে, কিন্তু মঞ্চের অভিজ্ঞতা একেবারেই আলাদা। এখানে হয়তো অর্থের প্রাপ্তি কম, কিন্তু শেখার সুযোগ সবচেয়ে বেশি। মঞ্চই আমাকে আমার ভেতরের অভিনেতাকে চিনতে শিখিয়েছে।

নাটকটিতে নওশাবার পাশাপাশি অভিনয় করছেন পার্থপ্রতিম, জিনাত জাহান নিশা, ওয়াহিদ খান সংকেত, নাজমুল সরকার নিহাত, মাঈন হাসান, শাহাদাত নোমান, প্রিন্স সিদ্দিকীসহ আরও অনেকে। উল্লেখ্য, গত বছরের ১৯, ২০ ও ২১ নভেম্বর টানা তিন দিনের প্রদর্শনীতেও এই নাটকে অংশ নিয়েছিলেন নওশাবা।

আত্মঅন্বেষণের গভীর দর্শন ও মঞ্চের সরাসরি আবেশ সব মিলিয়ে ‘সিদ্ধার্থ’ নাটকটি দর্শকদের জন্য হতে যাচ্ছে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.