The Daily Adin Logo

একই দামে তিনগুণ গতি বিটিসিএলের ইন্টারনেট প্যাকেজে

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৬:২১ পিএম

আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম

একই দামে তিনগুণ গতি বিটিসিএলের ইন্টারনেট প্যাকেজে

দাম অপরিবর্তিত রেখে বিভিন্ন ইন্টারনেট প্যাকেজের গতি তিনগুণ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

রোববার (১১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিসিএল জানায়, একই মূল্যে আরও দ্রুতগতির ইন্টারনেট সুবিধা দিতে এই নতুন প্যাকেজ কাঠামো চালু করা হয়েছে। এর ফলে গ্রাহকরা আগের তুলনায় অনেক বেশি গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই উদ্যোগ অনলাইন শিক্ষা, দাপ্তরিক কাজ, ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিংসহ বিভিন্ন স্মার্ট সেবা ব্যবহারে নতুন গতি ও অভিজ্ঞতা যোগ করবে। 

বিটিসিএলের ঘোষিত নতুন কাঠামো অনুযায়ী—
৩৯৯ টাকায় ৫ এমবিপিএস গতির সুলভ-৫ প্যাকেজ এখন ২০ এমবিপিএস গতির সাশ্রয়ী-২০ হিসেবে গণ্য হবে।

৫০০ টাকায় ১২ এমবিপিএস গতির সুলভ-১২ প্যাকেজ এখন হবে ২৫ এমবিপিএসের সাশ্রয়ী-২৫। একই দামে ১৫ এমবিপিএসের ক্যাম্পাস-১৫ প্যাকেজ উন্নীত হয়ে ৫০ এমবিপিএসের ক্যাম্পাস-৫০ প্যাকেজে রূপান্তরিত হয়েছে।

৮০০ টাকায় ১৫ এমবিপিএস গতির সুলভ-১৫ প্যাকেজ এখন পাওয়া যাবে ৫০ এমবিপিএস গতির সাশ্রয়ী-৫০ হিসেবে।

১ হাজার ৫০ টাকায় ২০ এমবিপিএসের সুলভ-২০ প্যাকেজ উন্নীত হয়ে ১০০ এমবিপিএসের সাশ্রয়ী-১০০ প্যাকেজে পরিণত হয়েছে।

১ হাজার ১৫০ টাকায় ২৫ এমবিপিএস গতির সুলভ-২৫ প্যাকেজ এখন ১২০ এমবিপিএসের সাশ্রয়ী-১২০।

১ হাজার ৩০০ টাকায় ৩০ এমবিপিএসের সুলভ-৩০ প্যাকেজ পাওয়া যাবে ১৩০ এমবিপিএসের সাশ্রয়ী-১৩০ গতিতে।

১ হাজার ৫০০ টাকায় ৪০ এমবিপিএসের সুলভ-৪০ প্যাকেজ উন্নীত হয়ে ১৫০ এমবিপিএসের সাশ্রয়ী-১৫০ হয়েছে।

১ হাজার ৭০০ টাকায় ৫০ এমবিপিএসের সুলভ-৫০ প্যাকেজ এখন ১৭০ এমবিপিএসের সাশ্রয়ী-১৭০ হিসেবে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকদের মানসম্মত ও উন্নত সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও বিটিসিএলের গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।

 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.