The Daily Adin Logo

ইরানে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর শতাধিক কর্মী নিহত

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম

আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম

ইরানে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর শতাধিক কর্মী নিহত

ইরানে চলমান বিক্ষোভে দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ১০৯ জন সদস্য নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয়। চলতি সপ্তাহে তা দেশটির প্রায় সব শহরে ছড়িয়ে পড়ে, যা সহিংস রূপ নেয়।

রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, ইসফাহান প্রদেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অন্তত ৩০ জন সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আইন প্রয়োগকারী কমান্ডের স্পেশাল ইউনিটের কমান্ডার জানিয়েছেন, ৮ ও ৯ জানুয়ারি বিভিন্ন শহরে দাঙ্গা দমনের অভিযানের সময় আরও আটজন নিরাপত্তা সদস্য প্রাণ হারান।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে বিক্ষোভ ও সহিংসতায় এ পর্যন্ত মোট ১০৯ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

এদিকে, ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গোলেস্তান প্রদেশের রাজধানী গোরগানে তাদের একটি ত্রাণ ভবনে হামলার সময় সংস্থাটির একজন সদস্য নিহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ‘দাঙ্গা’ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। তবে দেশটির অ্যাটর্নি জেনারেল সতর্ক করে বলেছেন, অস্থিরতার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি, এমনকি মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘দাঙ্গা’ ধীরে ধীরে কমে আসছে। তবে অ্যাটর্নি জেনারেল সতর্ক করে দিয়ে জানিয়েছেন, অস্থিরতার সাথে জড়িতদের মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া লাগতে পারে।

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.