The Daily Adin Logo

আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম

আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম

আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে এ এম এম নাসির উদ্দিন কমিশন (ইসি) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৮ জন প্রার্থী। এ নিয়ে দুইদিনে প্রার্থিতা ফিরে পেলেন ১০৯ জন। এছাড়া আপিল শুনানিতে ৭টি আবেদন নামঞ্জুর হয়েছে এবং ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) নির্বাচন ভবনে অডিটোরিয়ামে আয়োজিত শুনানিতে ৫৮ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয় ইসি।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে (রবিবার) ৫৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন।

মনোনয়ন বাতিল হওয়া উল্লেখযোগ্যদের মধ্যে বগুড়া ২ আসনের শিবগঞ্জ উপজেলার নাগরিক ঐক্যের মুখ্য সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না ইসির আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন। 

শনিবার (১০ জানুয়ারি) অপেক্ষমাণ থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন-এর আপিল আবেদনটি নির্বাচন কমিশন মঞ্জুর করেছে। সোমবার (১২ জানুয়ারি) ১৪১-২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।

শনিবার ইসির নিষ্পত্তি করা ৭০টি আপিলের মধ্যে ৫১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। একজনের মনোনয়ণপত্র বাতিল করে ইসি। আর ১৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর হয়। এ ছাড়া তিনজন প্রার্থীর আপিল আবেদন বিবেচনাধীন রাখে ইসি। 

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.