The Daily Adin Logo

ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের উদ্যোগ

চবি’র ভর্তিযুদ্ধে শিক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম

আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম

চবি’র ভর্তিযুদ্ধে শিক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মানেই দেশের নানা প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থীর ছুটে আসা। সঙ্গে থাকে অনিশ্চয়তা, যাতায়াতের চাপ ও মানসিক উদ্বেগ। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছানো অনেক সময় বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের চবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ফটিকছড়ির শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সংগঠনটির উদ্যোগে বিনামূল্যে বাস সার্ভিস চালু করা হয়। গত ২, ৩, ৯ ও ১০ জানুয়ারি চবির অ, উ, ঈ ও ই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই সেবার আওতায় ছিলেন। এসোসিয়েশনের ২০২৫-২৬ সেশনের কার্যকরী কমিটির সার্বিক তত্ত্বাবধানে পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

ফ্রি বাস সার্ভিসের পুরো কার্যক্রম পরিচালনায় কার্যকরী কমিটির সদস্যরা স্বেচ্ছাশ্রমে দায়িত্ব পালন করেন। কেউ যাত্রাপথে তদারকি, কেউ শিক্ষার্থীদের তথ্য সহায়তা এবং কেউ শিক্ষার্থীদের বাস থেকে পরীক্ষার কেন্দ্র নির্বিঘ্নে পৌছানো সবি করেন।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত সাংসদ পদপ্রার্থী মো. সরওয়ার আলমগীর এসব কার্যক্রমে আর্থিকভাবে সহযোগিতা দেন।

সার্বিক তত্ত্বাবধানে এসোসিয়েশনের সভাপতি মিনহাজ উদ্দিন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এসব কার্যক্রম চালিয়ে নেওয়ার ঘোষণা দেন।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন জনি বলেন, ‘উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য এবং এতে ভবিষ্যতে একটি সুন্দর ফটিকছড়ি গড়ে উঠবে। শিক্ষাবান্ধব কার্যক্রমে তিনি সবার সহযোগীতা চান।’

 

কাওছার/এদিন/ন্যাশনাল

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.