The Daily Adin Logo
প্রান্তলোক
গাইবান্ধা প্রতিনিধি

শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

আপডেট: শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

গাইবান্ধায় মনোনয়ন বাতিল ১৬ প্রার্থীর, বৈধ ২৯

গাইবান্ধায় মনোনয়ন বাতিল ১৬ প্রার্থীর, বৈধ ২৯

​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম শেষ হয়েছে। এই প্রক্রিয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন। ফলে জেলার পাঁচ আসনে এখন বৈধ প্রার্থীর সংখ্যা ২৯ জন।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে দ্বিতীয় ও শেষ দিনের যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

​নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার ৫টি আসনে মোট ৪৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

শুক্রবার (২ জানুয়ারি) যাচাই-বাছাইয়ের প্রথম দিনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৫ জন এবং গাইবান্ধা-২ (সদর) আসনে ৩ জনসহ মোট ৮ জনের মনোনয়ন বাতিল করা হয়।

আজ শনিবার (৩ জানুয়ারি) দ্বিতীয় দিনে আরও ৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে মনোনয়ন বাতিল হয় ৩ জনের। যাচাই-বাছাইয়ে এ আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে- জনতা দলের মঞ্জুরুল হক, স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান ও এস এম খাদেমুল ইসলাম খুদির।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১ জন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। গাইবান্ধা-৫ আসনে নির্বাচন কর্তৃপক্ষ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) শ্রী নিরমল, গণঅধিকার পরিষদের সামিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সুজাউদ্দৌলা সাজু ও হাসান মেহেদী বিদ্যুতের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে।

জেলা ​রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, মূলত হলফনামায় ত্রুটি, তথ্যের অসামঞ্জস্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকায় এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে এটিই চূড়ান্ত নয় উল্লেখ করে তিনি বলেন, "যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।"

ঘোষিত নির্বাচনি তফসিল অনুযায়ী, আপিল শুনানি ও প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পরই চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.