চুয়াডাঙ্গায় শীতে জনজীবন বিপর্যস্ত। জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্য প্রবাহ হয়ে যাচ্ছে। মঙ্গলবার সকাল ৬ ও ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি। এটায় এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।
শীতের কারণে কিছুটা হলেও স্থবির হয়ে পড়েছে জনজীবন। কি শহর, কি গ্রাম, একই চিত্র জেলার সবখানে। আবহাওয়া অফিসের হিসেবে সকালে বাতাসে আর্দ্রতা ছিল ৯৩ ও ৯৭ শতাংশ। ফলে কনকনে ঠান্ডা বাতাসে শরীরে ছড়িয়ে পড়ছে তীব্র শীতের শিহরণ।
মাঠে কাজ করতে যাওয়া কৃষি শ্রমিক জিয়াউল রহমান বলেন, ভোরে মাঠে নামতে খুব কষ্ট হচ্ছে। ঠান্ডায় হাত চলে না। বাতাসে শীতের তীব্রতা বেশি লাগে। তারপর কাজ করতে হয়।
আরেক দিন মজুর শফিকুল ইসলাম বলেন, সকাল বেলা এত ঘন কুয়াশা থাকে যে কিছুই দেখা যায় না। কনকনে ঠান্ডায় কাজ করতে খুব কষ্ট হয়।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, মঙ্গলবার চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









