চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কায়েতপাড়া বিল মাঠের ভুট্টা ক্ষেত থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাত (৪০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকাল ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে ওই গ্রামের কয়েকজন কৃষক কায়েতপাড়া বিল মাঠে ভুট্টা ক্ষেতে পানি সেচ দিতে যায়। এ সময় মাঠের একটি ভুট্টা ক্ষেতে শীতের জ্যাকেট পরিহিত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তিওরবিলা পুলিশ ফাঁড়ি ও আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়। পরে মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া মরদেহের পরনে টাওজার প্যান্ট ও ধূসর রঙের হুডি এবং নেভি ব্লু ফুলহাতা জ্যাকেট ছিল। এছাড়াও এটি শ্বাসরোধ করে হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের বিপোর্টের পর জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









