The Daily Adin Logo

ভালুকা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মাইন সম্পাদক আলমগীর

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম

আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম

ভালুকা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মাইন সম্পাদক আলমগীর

ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২৮) সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো: মাইন উদ্দিন (ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও আজকের ময়মনসিংহ), সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন (এনটিভি ও আমার দেশ) ও কোষাধ্যক্ষ পদে আসাদুজ্জামান ফজলু (নয়াদিগন্ত) নির্বাচিত হয়েছেন। 
শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে মো. আতাউর রহমান তরফদার (সংবাদ) এমএ সামাদ মিয়া (দৈনিক সবুজ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলী আকবর সাজু (আজকের পত্রিকা), ক্রীড়া সম্পাদক পদে মো. মোবাশ্বারুল ইসলাম সবুজ (দিগন্তবার্তা), সাহিত্য সম্পাদক পদে মো. আসাদুজ্জামান সুমন (বাংলাদেশ প্রতিদিন ও এটিএন নিউজ) ও দপ্তর সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন তরফদার (এটিএন সংবাদ) নির্বাচিত হন। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, কামরুল হাসান পাঠান কামাল (ইনকিলাব), মো. কামরুজ্জামান মানিক (ইত্তেফাক), কামরুল এহসান চন্দন (জনকন্ঠ) ও মো. শাহাব উদ্দিন (দৈনিক গণমুখ)। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, এমএ মালেক খান উজ্জল (সমকাল), রফিকুল ইসলাম হিরন (সপ্ত মহাদেশ) ও রতন রায় (দৈনিক সবুজ)।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.