The Daily Adin Logo

স্মার্টফোন ব্যবহারকে কেন্দ্র করে শ্রীপুরে কিশোরীর আত্মহত্যা

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম

আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম

স্মার্টফোন ব্যবহারকে কেন্দ্র করে শ্রীপুরে কিশোরীর আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্মার্টফোন ব্যবহারকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জৈনাবাজার সংলগ্ন নগরহাওলা গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কিশোরীর নাম মহনা। তিনি নারায়ণগঞ্জ জেলার আলীগঞ্জ এলাকার বাসিন্দা মহিউদ্দিনের মেয়ে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি নিয়ে মহনার সঙ্গে তার বাবা-মায়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিবারের সদস্যরা তার কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেন। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং অভিমান করে নিজ কক্ষে চলে যায়। ধারণা করা হচ্ছে, ওই মানসিক চাপ ও অভিমানের কারণেই পরদিন সকালে সে আত্মহত্যার পথ বেছে নেয়।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে প্রেমঘটিত কোনো বিষয় এর সঙ্গে জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং সার্বিক বিষয়টি তদন্তাধীন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়দের মাঝে এ নিয়ে নানা আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.