চুয়াডাঙ্গার খাড়াগোদা বাজারে রহস্যজনকন আগুনে আলী ফার্নিচারের দোকান ও কারখানা ভস্মীভূত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। দোকান মালিক দিশহারা।
সোমবার(১২ জানুয়ারি) রাত অনুমান তিনটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলকাবাসী ও দোকানের মালিক আলী জানান, তিনি প্রতিদিনের মত গত রোববার রাতে দোকান বন্ধ করে নিজ গ্রাম বাজার সংলগ্ন গোষ্ঠবিহার চলে যান। রাত ৩ টার দিকে খাড়াগোদা এলাকার মানুষ তাকে খবর দেয় তার দোকানে আগুন লেগেছে। এলাকাবাসী দর্শনা ফায়ার সার্ভিসকে খবর দিলে রাত সাড়ে ৩ টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লেভালেও পুরো দোকান, ফার্নিচার, কাঠ ও ১০ টা ফার্নিচার তৈরির ম্যাশিন পুড়ে যায়। তিনি আরো জানান, এ অগ্নিকাণ্ডে তার প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়ে গেছে।
এবিষয়ে চুয়াডাঙ্গায় দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী হাসান মোবাইল ফোনে জানান,আগুনের ঘটনা জানি,ক্ষতিও অনেক হয়েছে দোকান মালিককে জিডি করতে বলা হয়েছে। জিডি করলে অগ্নিকান্ডের বিষয়টি তদন্ত করা হবে।
কাওছার/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









