মানিকগঞ্জে নিজ ঘরের ভেতর তালাবদ্ধ অবস্থায় নুরজাহান (৫৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) শহরের পৌলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরজাহান ওই এলাকার বাসিন্দা ও আবুল খায়েরের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রোববার দিনভর নুরজাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তার মেয়ে কাজল। একাধিকবার মোবাইল ফোনে কল দিয়েও সাড়া না পেয়ে প্রতিবেশীদের বিষয়টি জানান। তখন তারা দেখতে পান, নুরজাহানের ঘরে বাইরে থেকে তালা লাগানো। রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে কাজল ধামরাই থেকে বাড়িতে এসে তালা খুলে ঘরের ভেতরে করলে তিনি মায়ের নিথর মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। নুরজাহানের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে আনুমানিক রাত ১২টা ৪০ মিনিটে মানিকগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরটি পরিদর্শন করে।
পুলিশ জানায়, ঘরের ভেতরে আসবাবপত্র ও কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে ছিল, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে মানিকগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কাওছার/এদিন/ন্যাশনাল


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









