জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ১৩ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রদল-ছাত্রঅধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এবং জিএস ও এজিএস পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছেন।
আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় নির্বাচন কমিশনের তিনজন সদস্য প্রথমে চারটি বিভাগের পরে আরও তিনটি বিভাগের ফলাফল ঘোষণা করেন। এরপর দুপুরের মধ্যে আরও ছয়টি বিভাগে ফল ঘোষণা করা হয়।
১৩ কেন্দ্রের ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ১৪৫৭ ভোট পেয়ে এগিয়ে আছেন ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৩৫৯ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪৪৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭২৪ ভোট।
আর সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৩৪৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা।
এ পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ১১৯৯ ভোট।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
কেন্দ্রীয় সংসদের ২৫টি কেন্দ্র ও হল শিক্ষার্থী সংসদের ফল এখনও বাকি আছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









