প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের ঘটনায় চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারী) দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে ডিবেট ক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অভিযুক্তদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।
জানা গেছে, শুক্রবার দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ নিয়োগ পরীক্ষায় নানা অনিয়মের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়। এসব ঘটনার প্রেক্ষিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করে ডিবেট ক্লাব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ডেবেট ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক আসলাম হোসেন অর্ক, ডিবেট ক্লাবের সদস্য রাকিব, তামান্না খাতুন, শাহারিয়ারসহ অনেকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









