দীর্ঘদিন পর আবারও একসঙ্গে ফিরছেন দর্শকপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও আফসানা আরা বিন্দু। একসময় টেলিভিশন নাটকে এই জুটির রসায়ন দর্শকদের মুগ্ধ করলেও বেশ কিছু বছর ধরে তাদের একসঙ্গে দেখা যায়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে, তবে নাটকে নয় নতুন একটি ওয়েব সিরিজে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অপূর্ব-বিন্দু জুটিকে দেখা যাবে রাজনৈতিক থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ ‘হেডলাইন’এ। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন ‘তাকদীর’ ও ‘কারাগার’-খ্যাত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। পরিচালনায় রয়েছেন সালেহ সোবহান অনীম। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য নির্মিত হচ্ছে এই সিরিজটি।
এই সিরিজে অপূর্ব ও বিন্দুর পাশাপাশি অভিনয় করবেন সময়ের আলোচিত অভিনেতা ইয়াশ রোহান। জানা গেছে, চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে অপূর্বর। দেশে ফিরেই তিনি শুটিংয়ে অংশ নেবেন। ‘হেডলাইন’-এ তাকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে, যা তার ক্যারিয়ারের জন্য ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, এই সিরিজের জন্য আগেই প্রস্তুতি শুরু করেছেন আফসানা আরা বিন্দু। বহুদিন পর অপূর্বর সঙ্গে জুটি হয়ে কাজ করতে যাচ্ছেন—এই খবরেই ভক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।
সালেহ সোবহান অনীম মূলত একজন দক্ষ এডিটর হিসেবেই পরিচিত। দেশের আলোচিত বেশিরভাগ ওয়েব সিরিজ ও চলচ্চিত্রের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। তবে ‘হেডলাইন’ নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি। অনীম বলেন, কাজটি নিয়ে অনেকের সঙ্গে আলাপ হয়েছে। চিত্রনাট্যের কাজ চলছে। আরও মাসখানেক সময় লাগবে। সবকিছু চূড়ান্ত হলেই শুটিংয়ে নামবো।
সব মিলিয়ে, দীর্ঘ বিরতির পর অপূর্ব ও বিন্দুর পুনর্মিলন এবং রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্প এই দুই মিলেই ‘হেডলাইন’ ইতোমধ্যে শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দর্শকদের প্রত্যাশা, এই সিরিজে আবারও পুরোনো সেই অপূর্ব-বিন্দু ম্যাজিক ফিরে আসবে নতুন রূপে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









