The Daily Adin Logo
দূরলোক
দূরলোক ডেস্ক

সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

আপডেট: সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

বিশ্ববাজারে তেলের দামে পতন

বিশ্ববাজারে তেলের দামে পতন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের সদস্যরা আটকের পর থেকেই বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী। সোমবার (৫ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে তেলের দরপতনের খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে আটক করে মার্কিন সেনারা। পরে তাকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরপরই বিশ্ববাজারে তেল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় এবং দাম কমতে শুরু করে।

বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলার তেল রপ্তানি সাময়িকভাবে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলেও বিশ্বের অন্যান্য তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ বাড়িয়ে এই ঘাটতি সহজেই পূরণ করা সম্ভব। ফলে তেলের দামে বড় ধরনের চাপ পড়েনি, বরং দরপতন ঘটেছে।

এদিকে তেলের দাম কমলেও বেড়েছে সোনা, রুপাসহ অন্যান্য মূল্যবান ধাতুর দাম। অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে এসব ধাতুর দিকে ঝুঁকছেন। বিশেষ করে সোনাকে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিবিসির তথ্য অনুযায়ী, সোমবার বিশ্ববাজারে সোনার দাম প্রায় ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে পৌঁছেছে ৪ হাজার ৪০৮ ডলারে। একই সঙ্গে রুপার দাম বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ।

বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও ভূরাজনৈতিক ঝুঁকি বাড়লে তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকলেও নিরাপদ বিনিয়োগের খাতে মূল্যবান ধাতুর চাহিদা আরও বাড়তে পারে।

সূত্র: বিবিসি

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.