The Daily Adin Logo
রাজনীতি
সিরাজগঞ্জ প্রতিনিধি

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

আপডেট: বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

যাত্রাপথে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান

যাত্রাপথে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান

বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । আগামী রোববার (১১ জানুয়ারি) বগুড়া সফরের পথে সিরাজগঞ্জে একটি দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি। বিকেল ২টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বিসিক শিল্পপার্কে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। তিনি আরও জানান, অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর এটিই তারেক রহমানের প্রথম ঢাকার বাইরের জেলা সফর। এই সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব পাচ্ছে সিরাজগঞ্জের দোয়া মাহফিলটি।

 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.