The Daily Adin Logo
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজাস্থলে আসছেন দলে দলে মানুষ

খালেদা জিয়ার জানাজাস্থলে আসছেন দলে দলে মানুষ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউতে।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) বেলা দুইটার দিকে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় অংশ নিতে সকাল থেকেই দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতা কর্মী এবং সাধারণ মানুষেরা।

সরেজমিনে সকাল সাড়ে দশটার দিকে জাতীয় সংসদ ভবনের মাঠ, মানিক মিয়া অ্যাভিনিউয়ের মূল সড়ক, ফার্মগেটের খামারবাড়ি এলাকার মোড়সহ ওই এলাকায় মানুষের ভিড় দেখা গেছে।

জানাজার ৪ ঘণ্টা আগেই হাজার হাজার মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান করছেন। অন্যদিকে চারদিক থেকে মানুষ জানাজায় অংশগ্রহণের জন্য ছুটে আসছেন।

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়ন থেকে জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসেছেন শতাধিক নেতা–কর্মী। দিবাগত রাত সাড়ে ৩টায় রওনা দিয়ে সকাল ৭টায় মানিক মিয়া অ্যাভিউনিয়ে এসে পৌঁছান তাঁরা। তখন থেকে তাঁরা সেখানেই অবস্থান করছেন। মুক্তাগাছা উপজেলার কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য মোজাম্মেল হক বলেন, ‘দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জানাজায় শরিক হওয়ার জন্য এসেছি।’

রাজবাড়ি থেকে এসেছেন এক ছাত্রদল নেতা। তিনি বলেন, ‘আমাদের নেত্রী আর নেই। তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আমরা এসেছি। এখন নেত্রীর জন্য অপেক্ষা করছি। তাঁর জন্য সবাই দোয়া করবেন।’

এর আগে সকাল ১০টায় মেট্রোরেলে কথা হয় রাজধানীর বংশাল এলাকার বিএনপির কর্মী আজিজুল হকের সঙ্গে। জানাজায় অংশ নিতে তিনিসহ আরও বেশ কয়েকজন মানিক মিয়া অ্যাভিনিউতে যাচ্ছেন তাঁরা। তিনি বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে শেষবিদায় জানাতে যাচ্ছি।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.