২০২৫-২৬ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্যে ২৪টিতেই মাঠে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ড পুরোটা সময় নিজেকে উৎসর্গ করলেও টানা ম্যাচ খেলার নেতিবাচক প্রভাব পড়েছে তার ওপর।
রিয়াল মাদ্রিদের মেডিকেল টিমের পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, এমবাপ্পের বাঁ হাঁটু মচকে গেছে। ক্লাব আনুষ্ঠানিকভাবে কতদিন তিনি মাঠের বাইরে থাকবেন তা ঘোষণা করেনি। তবে এমবাপ্পের ঘনিষ্ঠ সূত্র ও ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, তিনি অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।
মৌসুমের মধ্যে লা লিগার কিছু ম্যাচে হাঁটুর চোট নিয়ে খেলেছেন এমবাপ্পে। তবে গত কয়েক সপ্তাহে সমস্যা ক্রমশ বেড়ে যাওয়ায় দৌড়ের গতি কমে গেছে।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ গোল করে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে। রিয়ালের করা ৫২টির মধ্যে ৫৫.৭ শতাংশ গোল এসেছে তার কাছ থেকে। তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকায় রিয়াল সমর্থকদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে।

সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন







