The Daily Adin Logo
ক্রীড়ালোক
ক্রীড়ালোক প্রতিবেদক

সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

আপডেট: সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

ত্রাতার ভূমিকায় মাহমুদউল্লাহ, রংপুরের জয়

ত্রাতার ভূমিকায় মাহমুদউল্লাহ, রংপুরের জয়

সোমবার ( ৫ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে ৫ উইকেটের সহজ জয় পেয়েছে রংপুর। শুরুতে ব্যাট করতে নেমে চট্টগ্রাম ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করে। জবাবে রংপুর ৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

মাহমুদউল্লাহ আগের দুই ম্যাচে সেরা পারফরম্যান্সের পুরস্কার জিতেছিলেন। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচসেরা না হলেও শেষদিকে তার ১৯ বলে ৩০ রানের ইনিংসেই জয় পেয়েছে একবারের চ্যাম্পিয়নরা।

১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের ভিত গড়ে দেন কাইল মেয়ার্স। মাত্র ২৫ ঝড়ো ৫০ রান আসে তার ব্যাট থেকে। এতে চার ৫টি ও ছয়ের মার ছিল ৪টি। ডেভিড মালান ৩০ ও খুশদিল শাহ ২২ রান যোগ করেন।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংসটি খেলেন ওপেনার অ্যাডাম রসিংটন। রসিংটন তার ইনিংসটি সাজিয়েছেন ৪১ বলে । হাসান নাওয়াজের ব্যাট থেকে আসে ৪৬ রান। এছাড়া আমির জামাল ১৯, মোহাম্মদ নাঈম শেখ ১৬, শেখ মেহেদী হাসান ১৩, মাহমুদুল হাসান জয় ১২ ও আসিফ আলী ১ রান করেন।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.