The Daily Adin Logo
ক্রীড়ালোক
ক্রীড়ালোক প্রতিবেদক

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

আপডেট: বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

টি–টোয়েন্টি ক্যারিয়ারে সেরা ইনিংস নাসিরের

টি–টোয়েন্টি ক্যারিয়ারে সেরা  ইনিংস নাসিরের

নাসির হোসেনের ১৬ বছরের টি–টোয়েন্টি ক্যারিয়ারে অন্যতম সেরা ইনিংস খেললেন নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। বিপিএলের ১৫ তম ম্যাচে অপরাজিত ৫০ বলে ৯০ রানের ইনিংসটি তার ১৫৭ টি ম্যাচের মধ্যে সেরা।

১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিছুটা চাপেই ছিল ঢাকা ক্যাপিটালস। শুরুতেই ৩ ওভারে ১৪ রান তুলতে ২ উইকেট হারিয়ে ফেলেছিল দলটি। কিন্তু পরে নাসির হোসেন মোহাম্মদ নবীর করা চতুর্থ ওভারের প্রথম তিন বলে চার মেরে সব চাপ উড়িয়ে দেন।

পাকিস্তানি বাঁহাতি স্পিনার মাজ সাদাকাতের করা পরের ওভারের প্রথম চারটি বলও পাঠান বাউন্ডারিতে, যার মধ্যে একটি ছয়ের মার ছিল। ২১ বলে ফিফটি পাওয়া নাসিরেরর টি–টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৯০ রানের ইনিংসে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে ঢাকা। নাসিররা জিতেছেন ৩৫ বল হাতে রেখেই ।

১৬ বছরের টি–টোয়েন্টি ক্যারিয়ারে ১৫৭তম ম্যাচে এসে প্রথমবার ক্যারিয়ার সেরা ৯০ ছাড়ালেন নাসির। যদিও নাসিরের এই সংস্করণে আগের সর্বোচ্চ ছিল ৮০। ২০১৩ সালের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। স্বীকৃত টি–টোয়েন্টি নাসিরের এটি ১০ম ফিফটি।

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে নোয়াখালী ৬ উইকেট হারিয়ে ১৩৩ রানের লক্ষ্য দেয়। এত রানও যে তারা করতে পারবে, তা মনে হচ্ছিল না ইনিংসের মাঝপথ পর্যন্তও।

নোয়াখালী ৯.৩ ওভারে ৪০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে দিশেহারা। সেখান থেকে দুই বিদেশি মোহাম্মদ নবী আর হায়দার আলী  তাদের লড়াই করার জায়গায় পৌঁছে দেন। ৬১ বলে ৯১ রানের জুটি গড়েন তারা। হায়দার ৩৬ বলে ৪৭ রানে আউট হলেও ৩৩ বলে ৪২ রানে অপরাজিত থাকেন নবী।

এই রান নিয়ে অবশ্য নূন্যতম লড়াইটুকুও করতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। হাসান মাহমুদ শুরুতে দুটি উইকেট তুলে নিয়েছিলেন। কিন্তু পরে নাসির শুধু ঝোড়ো ইনিংসই খেলেননি, দলকে ১৪.১ ওভারেই ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন। এবারের বিপিএলে দ্রুততম ফিফটির পর ৫০ বলে ১৪ চার আর ২ ছক্কায় ৯০ রানে অপরাজিত থাকেন নাসির। ১৬ বলে ২৯ রান এসেছে ইমাদ ওয়াসিমের ব্যাটে।

৫ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের এটি দ্বিতীয় জয় । প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে জেতার পর টানা ৩ ম্যাচ হেরেছিল তারা। তবুও অবশ্য পয়েন্ট টেবিলে শুধু তাদের নিচে আছে ৫ ম্যাচের কোনোটিতেই না জেতা নোয়াখালী এক্সপ্রেস।

সংক্ষিপ্ত স্কোর:
নোয়াখালী এক্সপ্রেস: ২০ ওভারে ১৩৩/৬ ( হায়দার ৪৭, নবী ৪২*, সাদাকাত ২৪; ইমাদ ১/১৬, নাসির ১/২৪)।
ঢাকা ক্যাপিটালস: ১৪.৫ ওভারে ১৩৪/৩ (নাসির ৯০*, ইমাদ ২৯*, ইরফান ১২; হাসান মাহমুদ ২/১৭)।
ফল: ঢাকা ক্যাপিটালস ৭ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: নাসির হোসেন।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.