The Daily Adin Logo
বাণিজ্যলোক
রূপগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

আপডেট: মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

শীত-কুয়াশা পেরিয়ে দর্শনার্থী বাড়ছে বাণিজ্য মেলায়

শীত-কুয়াশা পেরিয়ে দর্শনার্থী বাড়ছে বাণিজ্য মেলায়

রাজধানীর পূর্বাচলে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উদ্বোধনের পর প্রথম কয়েক দিন ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকলেও মেলার চতুর্থ দিনে কুয়াশা কেটে রোদ উঠতে শুরু করলে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের আনাগোনা বাড়তে দেখা গেছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) মেলা ঘুরে দেখা যায়, পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসার পাশাপাশি বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে মেলা পরিদর্শন করতে এসেছে। তবে দর্শনার্থীর সংখ্যা বাড়লেও বেচাবিক্রি এখনও তেমন জমে ওঠেনি।

স্টল মালিকরা জানিয়েছেন, মেলার শুরুতে সাধারণত ক্রেতার তুলনায় দর্শনার্থীর সংখ্যাই বেশি থাকে। তাদের আশা, সপ্তাহখানেকের মধ্যেই মেলায় ক্রেতা সমাগম বাড়বে এবং বেচাকেনা জমে উঠবে।

মেলায় দেশি-বিদেশি অধিকাংশ স্টলে পণ্য সাজানো শেষ হলেও কিছু স্টলে এখনো নির্মাণ কাজ চলছে। শীতের কারণে এবং পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় কয়েকটি স্টল পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা জানান, আগামী দু-এক দিনের মধ্যেই এসব স্টলের কাজ শেষ করে পণ্য প্রদর্শন শুরু করা হবে।

মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের আয়োজনে পরিবেশ সুরক্ষার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগের তুলনায় মেলাকে আরও সাজানো-গোছানো ও দৃষ্টিনন্দন করা হয়েছে বলেও দাবি তাদের। পাশাপাশি ক্রেতা ও দর্শনার্থীদের সুবিধার্থে অনলাইনে আগাম টিকিট সংগ্রহ করে মেলায় আসার অনুরোধ জানানো হয়েছে।

১৯৯৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগরে নিয়মিতভাবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা আয়োজন করা সম্ভব হয়নি। পরবর্তীতে ২০২২ সাল থেকে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে স্থায়ী ভেন্যুতে মেলার আয়োজন করা হচ্ছে।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.