চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াতে ইসলামীর এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের দীঘির পাড়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত জামাল উদ্দিন (৩৮) ওই এলাকার বশরত আলী মিস্ত্রী বাড়ির প্রয়াত মোহাম্মদ ইউসুফের ছেলে। গুলিবিদ্ধ নাছির উদ্দিনকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ বলেন, ‘তার (জামাল) বাড়ির কাছের রাস্তার ওপর দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।’
স্থানীয়দের বরাতে তিনি বলেন, মোটরসাইকেলে আসা ব্যক্তিরা জামাল ও নাছিরকে গুলি করে।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, নিহত জামাল জামায়াতের কর্মী বলে এলাকায় পরিচিত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









