হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হেফজ শিক্ষাবোর্ডের ২০২৫ শিক্ষাবর্ষে মেধা তালিকায় প্রথম হয়েছে জাঈদ আমিন। সে নীলফামারী জেলার ডোমার উপজেলার মটকপুরের সাহেব পাড়ার মোক্তার আলীর ছেলে।
জানাযায়, জাঈদ আমিন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হেফজ শিক্ষাবোর্ডের অধিনে ২০২৫ সমাপনী পরিক্ষায় ৫ পারা গ্রুপে অংশ নেন। সেই পরিক্ষায় রংপুর বিভাগের মধ্যে সবোর্চ্চ নম্বর পেয়ে সে প্রথম স্থান অধিকার করেছে।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হেফজ শিক্ষাবোর্ডের অধিনে রংপুর বিভাগের সকল মাদ্রাসা অংশগ্রহন করে থাকে। তারই ধারাবাহিকতায় জাঈদ আমিন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার আল হেরা দারুল উলুম মাদ্রাসা থেকে পরিক্ষায় অংশ নেয়। সে প্রথম স্থান অধিকার করায় তার শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী ও সহপাঠিরা খুশি। ভবিষ্যতে সে আরো ভালো ফলাফল বয়ে আনবে বলে তারা আশাবাদি।
স্থান অধিকার করায় জাঈদ আমিন বলেন, আমি অনেক খুশি এই ফলাফলে। সামনের দিনগুলোতে সবার দোয়ায় আরো ভালো ফলাফল করার চেষ্ঠা করবো। সবার কাছে দোয়া চাই।
এ ফলাফলে খুশি তার বাবা-মা,নানি,মামা-মামি,খালা-খালু,চাচা-চাচিসহ আত্বীয় স্বজন।
তার বাবা মোক্তার বলেন, ছেলের ভালো ফলাফল প্রতিটা বাবা-মায়ের জন্য বড় অর্জন। ছেলের এই ফলাফলে আমরা অনেক আনন্দিত। সবার কাছে দোয়া চাই সে যেন মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির খেদমত করতে পারে।
জাঈদ আমিনের মা বলেন, আমি অনেক অসুস্থ, আমার ছেলের ফলাফলে তা ক্ষণিকের জন্য ভুলে গেছি। আল্লাহ যেন আমার ছেলেকে দিনের খাদেম হিসেবে কবুল করেন।
তার শিক্ষা প্রতিষ্ঠান আল হেরা দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল বলেন, জাঈদ আমিন খুবই ভালো ছেলে এবং মেধাবী। সে ভালোভাবে পড়াশুনা করলে ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে একজন বড় আলেম হবে এবং তার মাধ্যমে দেশের খেদমত হবে বলে বিশ্বাস করি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









