The Daily Adin Logo
চিত্রলোক
চিত্রলোক প্রতিবেদক

শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

আপডেট: শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

মিশা সওদাগরের জন্মদিনে বিশেষ ‘তারকা কথন’

মিশা সওদাগরের জন্মদিনে বিশেষ ‘তারকা কথন’

বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মিশা সওদাগর। আটশ’র বেশি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছেন এক বর্ণাঢ্য অভিনয়জীবন। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। ১৯৬৬ সালের ৪ জানুয়ারি পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন এই জনপ্রিয় অভিনেতা।

মিশা সওদাগরের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘তারকা কথন’। বর্ণাঢ্য আয়োজনে সাজানো এই অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করবেন বাচসাসের সাবেক সভাপতি আবদুর রহমান।

অনুষ্ঠানে মিশা সওদাগরের দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারের নানা স্মৃতি, অভিজ্ঞতা ও অজানা গল্প তুলে ধরা হবে। জন্মদিনের শুভেচ্ছা জানাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ, চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল।

উল্লেখ্য, ১৯৮৬ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে নায়ক হিসেবে অভিনয়জীবনে প্রবেশ করেন মিশা সওদাগর। ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মাধ্যমে তাঁর চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে। এরপর দীর্ঘ সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।

চলচ্চিত্রাঙ্গনে শাকিব খান–অপু বিশ্বাস জুটির অধিকাংশ সিনেমায় খল চরিত্রে মিশা সওদাগরকে দেখা গেছে। সাম্প্রতিক সময়েও অপু বিশ্বাস অভিনীত একাধিক সিনেমায় তার উপস্থিতি দর্শকের নজর কেড়েছে।

অনুষ্ঠানে এই সফল ও বৈচিত্র্যময় চলচ্চিত্রজীবন নিয়েই আলাপ করবেন অতিথিরা।

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.