The Daily Adin Logo
চিত্রলোক
চিত্রলোক প্রতিবেদক

শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

আপডেট: শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

বলিউডে কেন্দ্রীয় চরিত্রে প্রান্তিকা দাস

বলিউডে কেন্দ্রীয় চরিত্রে প্রান্তিকা দাস

বলিউড ব্লকবাস্টার ভুলভুলাইয়া ৩ ছবিতে ‘রুহ বাবা’ খ্যাত কার্তিক আরিয়ানের সঙ্গে পর্দা ভাগ করে আলোচনায় আসার পর নতুন বছরের শুরুতেই বড় চমক দিলেন ওপার বাংলার অভিনেত্রী প্রান্তিকা দাস। আবারও হিন্দি সিনেমার পর্দায় ফিরছেন তিনি, তবে এবার আর কোনো পার্শ্বচরিত্রে নয় সরাসরি কেন্দ্রীয় চরিত্রে অভিষেক হতে যাচ্ছে তার।

হরর-কমেডি ঘরানার নতুন সিনেমা জোর-এ অভিনয় করেছেন প্রান্তিকা। তিন বন্ধুর গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি আগামী ১৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ক্যারিয়ারের শুরুতেই কার্তিক আরিয়ানের মতো তারকার সঙ্গে কাজ করাকে বড় মাইলফলক মনে করলেও, নতুন ছবি জোর নিয়ে তার উচ্ছ্বাস আরও বেশি।

ছবিতে প্রান্তিকা দাস অভিনয় করেছেন ‘সরস্বতী’ নামের এক উচ্চাকাঙ্ক্ষী তরুণীর চরিত্রে। নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন,“হিন্দি ছবিতে কাজ করার আলাদা আনন্দ আছে। এতে সারা দেশের দর্শকের কাছে পৌঁছানো যায়।”

তিনি আরও জানান, জোর সিনেমায় তার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। সরস্বতী এমন একজন মেয়ে, যে নিজের লক্ষ্য পূরণে যেকোনো পর্যায়ে যেতে পারে। প্রয়োজনে নিজের সৌন্দর্যকেও সে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দ্বিধা করে না।

শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে প্রান্তিকা বলেন, হরর-কমেডি হওয়ায় সেটে যেমন ছিল প্রাণবন্ত ও মজার পরিবেশ, তেমনি ভয়ংকর দৃশ্যে অভিনয় করতে গিয়ে বাস্তবেই শিউরে উঠতে হয়েছে তাকে। ছবিটিতে ভিজ্যুয়াল ইফেক্টসের ব্যবহারও উল্লেখযোগ্য বলে জানান এই অভিনেত্রী।

জোর সিনেমায় প্রান্তিকার সঙ্গে অন্য দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন ঋষভ রাজ চাড্ডা ও আকাশ মাখিজা। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শক্তিমান অভিনেতা জয় সেনগুপ্তকে।

নতুন বছরের শুরুতেই বড় পর্দায় কেন্দ্রীয় চরিত্রে প্রান্তিকা দাসের এই নতুন যাত্রা দর্শকমহলে কতটা সাড়া ফেলে, সেটাই এখন দেখার অপেক্ষা।

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.