The Daily Adin Logo
প্রান্তলোক
চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

আপডেট: বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামে পড়ে ছিল মার্সিডিজ, উদ্ধার করল পুলিশ

চট্টগ্রামে পড়ে ছিল মার্সিডিজ, উদ্ধার করল পুলিশ

চট্টগ্রামে সড়কে প্রায় দুই দিন ধরে পড়ে থাকা একটি মার্সিডিজ ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে পুলিশ। গাড়িটির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গেছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে নগরের ওআর নিজাম আবাসিক এলাকার একটি সড়ক থেকে গাড়িটি উদ্ধার করে পাঁচলাইশ থানায় নেওয়া হয়। পরে মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ পাওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী রোববার ভোরে দুই ব্যক্তি গাড়িটি সড়কে রেখে চলে যান। বর্তমানে গাড়িটির প্রকৃত মালিককে শনাক্তের চেষ্টা চলছে। মালিকের পরিচয় নিশ্চিত হলে গাড়িটি সড়কে ফেলে যাওয়ার কারণ জানা যাবে।

চট্টগ্রাম বিআরটিএ সূত্র জানায়, উদ্ধার করা গাড়িটিতে যে নম্বর প্লেট লাগানো ছিল, তা ছিল একটি ‘গ্যারেজ নম্বর’। সাধারণত সাময়িকভাবে এ ধরনের নম্বর ব্যবহার করা হয়, যা অনলাইন বা নিবন্ধন ডেটাবেজে পাওয়া যায় না। তবে ঢাকা বিআরটিএ কার্যালয়ের রেকর্ডে নম্বরটি সংরক্ষিত থাকলে সেখান থেকে মালিকের পরিচয় শনাক্ত করা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.