The Daily Adin Logo

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএ ‘র আত্মপ্রকাশ

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম

আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএ ‘র আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস (এনপিএ) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়।

পাঁচটি মূলনীতি এবং সাতটি লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এনপিএ তাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির অন্যতম উদ্যোক্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর হুযাইফা আল মামদূহ জানান, এনপিএর একটি ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কাউন্সিল গঠন করা হবে। তিনি এ সময় ৯৯ জন সদস্যের নাম ঘোষণা করেন। বাকি সদস্যদের নাম পরামর্শের মাধ্যমে পরবর্তীতে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

ঘোষিত কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগকারী অনিক রায়, অলীক মৃ, তুহিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, অধিকার কর্মী ফেরদৌস আরা রুমি, তাসলিমা মিজিসহ আরও অনেকে।

অনুষ্ঠানে এনপিএর ঘোষণাপত্র পাঠ করেন ফেরদৌস আরা রুমি, তুহিন খান এবং নাজিফা জান্নাত। ঘোষণাপত্রে প্ল্যাটফর্মটির আদর্শিক ভিত্তি ও লক্ষ্য তুলে ধরা হয়।

এ সময় বক্তব্যে নাজিফা জান্নাত বলেন,“পাঁচ মূলনীতির ওপর ভিত্তি করে এনপিএ তার কার্যক্রম পরিচালনা করবে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষাই আমাদের মূলমন্ত্র।”

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর এ পর্যন্ত অন্তত ২৮টির বেশি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে, যার ধারাবাহিকতায় নতুন সংযোজন হলো নেটওয়ার্ক ফর পিপলস (এনপিএ)।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.