The Daily Adin Logo

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে বোমা নিক্ষেপ

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম

আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে বোমা নিক্ষেপ

সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভি এবং আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের দিয়ার ধানগড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

সাংবাদিক শরিফুল ইসলাম ইন্না বলেন, রাত ৯টা ৫ মিনিটের দিকে তিন যুবক বাড়ির পাশের রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল। এদের মধ্যে একজন মোটরসাইকেলে বসেছিল। অপর দুজন দুটি পেট্রোল বোমা আমাদের বাড়িতে নিক্ষেপ করে। এরপর মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় রাস্তার মোড়ে আরও একটি বাড়ির সামনে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় তারা।

সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, পেট্রোল বোমা নিক্ষেপের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্তারিত পরে জানাব।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, সাংবাদিক শরিফুল ইসলাম ইন্না অভিযোগ করেছেন, দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে এসে তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। আমরা সেখানে কিছু কাচের টুকরো পেয়েছি। এটা পেট্রোল বোমা কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.