ঝালকাঠির সদর উপজেলায় জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন শতাধিক সনাতন ধর্মাবলম্বী।
শনিবার (১০ জানুয়ারী) রাতে কীর্ত্তিপাশা ইউনিয়নে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের’ উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তারা দলটিতে যোগ দেন।
এ সময় জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান ও ঝালকাঠির-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
হাফিজুর রহমান বলেন, “শতাধিক সনাতন ধর্মাবলম্বী জামায়াতে যোগ দিয়েছে। জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। যার কারণে অমুসলিমরা জামায়াতে যোগ দিচ্ছে।”
একযোগে শতাধিক হিন্দু ধর্মাবলম্বী জামায়াতে ইসলামীতে যোগদান করায় জেলাব্যাপী মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
জামায়াতে যোগদানকারী কীর্ত্তিপাশা ইউনিয়নের বাসিন্দা সুজিত ঘরামী বলেন, “জামায়াতে ইসলামীর আদর্শ, শৃঙ্খলা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তাই আমরা স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।”
হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে জানিয়ে জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান বলেন, “আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে কাজ করবো।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









