গাইবান্ধায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগ উঠেছে।
ভোক্তাদের অভিযোগ, সরকার নির্ধারিত ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ১ হাজার তিনশ টাকা হলেও জেলার বিভিন্ন দোকানে তা এক হাজার ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে। ফলে প্রতি সিলিন্ডারে ক্রেতাদের অতিরিক্ত দুইশ থেকে তিনশ টাকা গুনতে হচ্ছে।এতে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়ছেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই এলাকার সাইফুল ইসলাম (৪৫) নামে এক ক্রেতা জানান, প্রতিটি এলপি গ্যাস সিলিন্ডারের সরকারি দাম ১ হাজার ৩০০ টাকা হলেও তাকে ১ হাজার ৫০০ টকা দিয়ে কিনতে হয়েছে।তিনি আরো জানান, বেশি দাম নেওয়ার প্রতিবাদ করলে দোকানিরা গ্যাস না দিয়ে অন্য জায়গায় যেতে বলেন। পোগইল গ্রামের আয়েশা বেগম (৩৫) নামে এক গৃহিণী জানান, দোকানিরা গ্যাস নেই বলে জানালেও পরে অন্য ক্রেতাকে বেশি দামে বিক্রি করতে দেখা গেছে।
গ্যাস বিক্রেতা আলমগীর হোসেন বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগ স্বীকার করে জানান, পরিবহনসহ অতিরিক্ত খরচের কারণে একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এ প্রসঙ্গে, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, সরকারি দামের বাইরে গ্যাস বিক্রি সম্পূর্ণ বেআইনি।অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









